আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে শহরের কারবালা মোড় থেকে শুরু করে উপশহর রোড পর্যন্ত জনসাধারণের মধ্যে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন আকন্দ এবং যুগ্ন- সম্পাদক সারোওয়ার হোসেন লিটন এর নেতৃত্বে গনসংযোগ ও লিফলেট বিতরণকালে ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহ্ আলম, রিপন ইসলাম, ফরহাদ হোসেন, জহুরুল হক, আমিনুল ইসলামসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে যাদের ন্যূনতম দায়বোধ আছে, তারা কেউই ভোটকেন্দ্রে যাবে না। এই দেশ আমাদের সবার। এই দেশকে রক্ষা করতে আমরা বিএনপির নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত।
Leave a Reply