পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি বিদায়/ ২০২৪ ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং দোয়া মাহফিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১১ ফেব্রুয়ারী) সকালে দেবোত্তর কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসময় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমুখ।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশারত আলী উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
এসময় অতিথি বৃন্দ এসএসসি পরিক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় ও বরণ করে নেয়া হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, তোমরা যারা ষষ্ঠ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থী আছ তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলাম। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।
আর যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি রইল দোয়া। তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পার।
ভালো জায়গায় প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি।
Leave a Reply