1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
দ্বিতীয় পর্বের ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় - ইছামতী নিউজ
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়ায় অবৈধ কয়েল কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাংবাদিক মীর্জা আমজাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা শিবগঞ্জে মৃত গরু জবাইয়ের প্রস্তুতিকালে কসাই সহ আটক দুই সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার গাক’র উদ্যোগে চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ বাকপ্রতিবন্ধী ৩ ভাই, চা বিক্রি করে চলে তাঁদের সংসার শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মটুকে গ্রেপ্তার করেছে পুলিশ বগুড়ায় কনসার্ট চলাকালে মেহেদী হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার বগুড়ায় মাদকের টাকা না পেয়ে স্বেচ্ছায় কারাবরণ করতে থানায় যুবক বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

দ্বিতীয় পর্বের ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Saturday, 10 February, 2024
  • ১৩১ Time View

দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে দ্বিতীয় পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে। শুরুর দিনেই ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুমার নামাজ। এ নামাজকে ঘিরে ভোর থেকেই তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে।

দুপুর পৌনে ২টায় অনুষ্ঠিত বিশাল জুমার নামজের ইমামতি করেন দিল্লীর মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠে সমবেত হতে থাকে মুসল্লিরা। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিপূর্ণ হয়ে যায়। এছাড়া টঙ্গীর বিভিন্ন উঁচু ভবনের ছাদে থেকেও মুসল্লিরা জুমার নামাজে অংশ নেয়।

এদিকে, বুধবার রাত থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমায় ময়দানে আসতে শুরু করে। এ পর্বে শুক্রবার পর্যন্ত ছয় হাজারের বেশি বিদেশি মেহমান এসেছে।

বিশ্ব ইজতেমার এ পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানিয়েছেন, প্রায় ৫৬টি দেশে থেকে ছয় হাজারের বেশি বিদেশি মেহমান ইজতেমায় যোগ দিয়েছেন।

প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও ইজতেমার সার্বিক নিরাপত্তায় আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা গড়ে তুলেছেন নিরাপত্তা বলয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরো ইজতেমা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমায় প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এছাড়া সিটি করপোরেশন ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইজতেমা ময়দানে মুসল্লিদের খেদমতে নানা কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *