বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার মনিটরিংয়ের সময় শিবগঞ্জ ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, তিনটি মুদি দোকানে ১৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা আদায় করেন।
বুধবার(৩১ জানুয়ারি) দুপুরে মহাস্থান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মেসার্স স্বজন ট্রেডার্সে বিক্রি মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৫ হাজার টাকা, রওনক স্টোরে মূল্য তালিকা না থাকা তিন হাজার টাকা, রায়েলের মুদি দোকান লাইসেন্স ও বিক্রি মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও তাহমিনা আক্তার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মামলা ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply