1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ধানের হিটশক বা হিট ইনজুরি প্রতিরোধে করণীয় - ইছামতী নিউজ
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
আপডেট নিউজ :
মহাস্থান কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে- বাদশা আইনকে তোয়াক্কা না করে সকল অনিয়মের সাথে জড়িত মহিলা মেম্বার জাহানারা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টা মামলায় জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী আটক সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার ৪২ বছরে গ্রামীণ ব্যাংকের পদার্পণ অবৈধ পথে ভারতে পালিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বগুড়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন)কতৃক   শারদীয় উৎসব  দুর্গাপূজা উপলক্ষে ডিসি এসপির সঙ্গে মতবিনিময় বগুড়ার কলোনীতে চুন্নু চাপ এন্ড কাবাব ঘরে অগ্নিকান্ড

ধানের হিটশক বা হিট ইনজুরি প্রতিরোধে করণীয়

কৃষি ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Monday, 29 April, 2024
  • ১৩৪ Time View

ধানের হিটশক বা হিট ইনজুরি প্রতিরোধে করণীয় কি।

তাপপ্রবাহের হাত থেকে ফসল রক্ষায় যা করবেন। বাংলাদেশের কৃষি কর্মকর্তা টিমের সব সদস্য ক্ষেতে গিয়ে কৃষককে তাপপ্রবাহ মোকাবিলায় বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। কৃষকরা সেভাবে কাজ করায় ফসল রক্ষা করবেন।

সোমবার (২৯ এপ্রিল) গত কয়েকদিন হইলো তাপপ্রবাহ চলছে এবং আগামী কয়েক দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস, এমনকি বেশিও বিরাজ করতে পারে। তাই, বোরো ধান চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছি কৃষকদের। এর মধ্যে হিটশক বা হিট ইনজুরি। বৃষ্টিহীন গরম ঝড়ো বাতাসে অনেক জায়গায় ফুল আসা ধান হিটশক বা হিট ইনজুরিতে পড়ে চিটা বা শিষ সাদা হয়ে যেতে পারে।

বোরো ধানের যেসব জাত ফুল ফোটা পর্যায়ে আছে বা এখন ফুল ফুটছে বা সামনে ফুল ফুটবে সেসব জমিতে পানি ধরে রেখে ধানের ফুল ফোটা পর্যায়ে হিটশক বা হিট ইনজুরি থেকে রক্ষা করতে হবে। দিনের তাপমাত্রা হলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। ফুল ফোটার সময় (সকাল ৭টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) যদি ১ থেকে ২ ঘণ্টা ওই তাপমাত্রা থাকে তাহলে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রচন্ড ঝড়ো বাতাস বা গরম বাতাসে এতে ফুলের অঙ্গগুলোর গঠন বাধাগ্রস্ত হয়। আবার ঝড়ো বাতাস পরাগায়ন, গর্ভধারণ ও ধানের মধ্যে চালের বৃদ্ধি ব্যাহত করে। এতে ধানের সবুজ খোসা খয়েরি বা কালো রঙ ধারণ করে। ফলে ধান চিটা হয়ে যেতে পারে। খরার কারণে শিষের শাখা বৃদ্ধি ব্যাহত হয় এবং বিকৃত ও বন্ধ্যা ধানের জন্ম দেওয়ায় চিটা হয়ে যায়। প্রচন্ড গরম ও ঝড়ো বাতাসের কারণে কোথাও ধান চিটা হতে দেখা গেলে হিটশক থেকে বোরো ধান রক্ষা করতে জমিতে ৫-৭ সেমি বা ২-৩ ইঞ্চি পানি কাইচ থোড় থেকে ফুল ফোটা পর্যন্ত ধরে রাখতে হবে। দ্বিতীয়ত, এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসেবে স্প্রে করতে হবে। অথবা বিঘাপ্রতি ৫ কেজি হিসেবে দানাদার এমওপি সার উপরি দিতে হবে। এ ছাড়া বিএলবি, ব্লাস্ট, বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ প্রতিরোধের সঠিক বালাইনাশক ব্যবস্থা ঠিক সময়ে নিতে হবে। তাহলে কৃষক ভালোভাবে গোলায় তুলতে পারবেন।

লেখকঃ

আক্তারুজ্জামান মনির-এরিয়া ম্যানেজার,স্মার্ট এগ্রোভেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *