আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া। আর এ তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট। এর আগে এপ্রিলে বেশ কয়েকবার তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করা হয়।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, আগামী ১৯ মে’র আগে ভারী বর্ষণ কিংবা ঝড়-বাদলের লক্ষণ দেখা যাচ্ছে না। কালবৈশাখীরও সম্ভাবনা নেই৷ তিনি জানান, আপাতত সাগর শান্ত। লঘুচাপ সৃষ্টি হওয়ার মত পরিস্থিতি নেই।। নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের শঙ্কাও দেখছে না আবহাওয়া অফিস। হালকা বৃষ্টিতে তাপ না কমলেও এবারের দাবদাহ দীর্ঘস্থায়ী হবে না বলে জানায় আবহাওয়াবিদরা।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তৃতি পাবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
Leave a Reply