দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের ঘটনা নিয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) বিকেল ৪ টায় ঘোড়াঘাট উপজেলার ওসানপুরস্থ যুবলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস আক্তার তার লিখিত বক্তব্যে জানায়, গত ২৭ ও ২৮ তারিখে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ”সুদের টাকা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরম্নদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টি গোচর হয়েছে।
প্রকৃতপক্ষে মূলঘটনা গত (২৫ মে) আমি বেশ কিছু শ্রমিক নিয়ে উপজেলার সোনামুখী নামক স্থানে মাঠে ধান কাটার কাজ করতেছিলাম। আমি কাজ পর্যবেড়্গন কালে আমার ম্যানেজারকে বাঁশমুড়ি গ্রামে পাঠিয়ে দেই। বাঁশমুড়ি গ্রামের লেবার সরদার মামুনুর রশিদ গত ২ বছর পূর্বে তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আমার কাছে থেকে ১ লড়্গ টাকা ধার নেয়।
দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করায় আমি সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান কবিরম্নল ইসলাম প্রধানের নিকট বিচার দিলে চেয়ারম্যান ব্যর্থ হয়ে আমাকে জানায়, আপনার টাকা কিভাবে আদায় করবেন সেটা আপনার ব্যাপার। মূলত এ কারনেই আমি আমার ম্যানেজারকে তাকে ফোন দিতে বলি এবং আমার সঙ্গে দেখা করতে বলি। তিনি একইদিন দুপুরের দিকে আমার নিকট আসলে আরও ১ মাস সময় নিয়ে চলে যায়। এরপর আমি বিকেলে জানতে পারি মামুনুর রশিদ নামের ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।
আমার নির্বাচনী একটি প্রতিপড়্গ এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে নানা ভাবে প্রলোভন দিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এছাড়াও স্থানীয় সংবাদ কর্মীদেরকে মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপড়্গরে হেয় ষড়যন্ত্রের মুখোস উম্মোচন করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করি।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার।
Leave a Reply