বগুড়া সদরের রায়মাঝিড়া গ্রামের মৃত,আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে মোঃ মাকসুদুর রতনের ১৩.৫ শতক জমির পাটক্ষেত (যার হাইট ২০ইঞ্চি) হাত এবং কাঁচি দারা তুলে ফেলেছেন বলে সরেজমিনে দেখা যায়।
শনিবার ( ৪ মে) সকাল ৬.৩০মিনিটে ওই গ্রামের মোঃ তাজেল, জমির মালিক মাকসুদুর রহমান রতনকে বলেন, তোমার পাটের জমিতে কে যেন বা কারো পাট তুলে ফেলছে। এ কথা শুনার সাথে সাথে জমির মালিক জমিতে উপস্থিত হইলে, সরে জমিনে তা দেখতে পায়।
পরে তার তার সহধর্মিণী মোছাঃ আফরুজা খাতুন ঔ গ্রামের মৃত,দারাসতুল্লাহর ছেলে মোঃ আকবর আলীকে সন্দেহ করে তাকে প্রশ্ন করেন যে, তুমি পাট তুলছো নাকি। তখন সে রাগান্বিত কন্ঠে জবাব দেন, হা আমি পাট তুলছি,আমার জমিতে পাট লাগইছু ক্যান আমি তুলবই তো, এই বলে জমি তার বলে দাবি করেন এবং সেই সাথে মাকসুদুর রহমান রতনের বউকে দা দিয়ে হত্যার হুমকি দেয়।
আরো জানা গেছে, আকবর আলীর বিষয়ে গ্রামে আরো অনেক শালিশ হয়েছে বলে জানাগেছে। পাশাপাশি ভুক্তভোগিরা আইনের আশ্রয় নিবে বলে জানাযায়।
Leave a Reply