বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০২৩ সালে ইন্ডাস্ট্রিকে জাওয়ান, পাঠান এবং ডাঙ্কির মতো তিনটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন। এবছর তাই কিছুদিন বিশ্রাম নিয়ে জুন মাস থেকে পরবর্তী সিনেমার শুটিং শুরু করতে চান বলিউড বাদশাহ।
সোমবার (৬ মে) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এবছর এখনও নিজের নতুন কোনো প্রকল্পের ঘোষণা আর করেননি শাহরুখ। ‘কিং খান’-এর পরবর্তী ছবি কবে আসবে, তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গেছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব।
সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো। তবে শাহরুখ ছবির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করেননি।
এদিকে, শাহরুখকে স্টেডিয়ামে প্রায়ই তার ছোট ছেলে আব্রাম নিয়ে আসতে দেখা গেছে।
Leave a Reply