এ প্লাস ক্যাপসুল খেলে আগের মত আর শিশুদের রাতকানা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়না-জেলা প্রশাসক বগুড়া।
শনিবার(১ জুন) সকাল ১১টায় বগুড়া সদরের পলাশবাড়ী কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। বগুড়া সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
তিনি বলেন পূর্বে শিশুদের রাতকানা সহ বিভিন্ন রোগ বালাই লেগেই থাকত। প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় শিশুদেরকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পর থেকে শিশুদের আর সে সব রোগে ভূগতে হয় না। সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ও কর্মকর্তা সামির হোসেন মিশুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন পরিবার পরিবার পরিকল্পনা অফিস কর্মকর্তা আশিকুর রহমান, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ফাইনুর ইসলাম, কর্মকর্তা তানজিলা খানম, কৃষকলীগ নেতা নুর আলম রোস্তম, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ক্লিনিকের কর্মকর্তা কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এখানে দুই ধরনের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় ০-১১ মাস ও ১-৫ বছরের শিশুদের।
Leave a Reply