ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন বলেছেন, খেলাধুলাই পারে যুব সমাজের মধ্যে শৃঙ্খলা ফেরাতে।
রবিবার (৯ জুন) যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় বর্তমান সরকারের বিশেষ নজর থাকায় অর্জন অব্যাহত রয়েছে। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নিপাত যাবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলার মধ্যে থাকলে মেধাবী ও সম্পদে পরিনত হবে।
তিনি আরো বলেন, ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। যার কারণে বেশিসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়ছে খেলাধুলায়।
গত শুক্রবার বিকেলে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টর মাঠে জুনিয়রদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম মোঃ শাহ রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বগুড়া পৌর শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবির হোসেন বিদ্যুৎ, জেলা গৃন নির্মানের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, ব্যবসায়ী আজিজুর রহমান বাবু, রিয়েল লাইফ বগুড়ার ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ নূরে।
Leave a Reply