মেয়ের বান্ধবীকে পালিয়ে নিয়ে বিয়ে করেও সংসার করতে পারলো না দুই সন্তানের পিতা আব্দুল ওহাব।
বৃহস্পতিবার (৬ জুন) বগুড়া সদরের নামুজা ইউনিয়ন এর ভান্ডারি পাড়ার মৃত্যু মোফসের আলী ছেলে আব্দুল ওহাব,বয়স ৪০ বছর , জীবিকার জন্য নামুজা স্বাস্থ্য কেন্দ্রর পাশে চা বিক্রি করতো। পূর্বের পরিচয় ছাড়াও আব্দুল ওহাব এর মেয়ের বান্ধবী সানজিদা আক্তার মিম । এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, সানজিদা আক্তার মিম নামুজা ডিগ্রী কলেজের প্রথম বর্ষে ছাত্রী বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া পঞ্চম প্রমানিক পাড়ার জিয়া মেয়ে ,কিছু দিনআগে সানজিদা আক্তার মিম এর, প্রবাসে থাকা ফুফাতো ভাই এর সাথে মোবাইলে বিয়ে হয়েছে।
মিম ও আব্দুল ওহাবএর সম্পর্কে কেউ বাধা না হয় এজন্য সানজিদা আক্তার মিম ও আব্দুল ওহাহাব বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে, এক পর্যায়ে মেয়ের পরিবারের চাপে স্থানীয় নেতারা ওহাবের সাথে মিমের বিবাহ বিচ্ছেদ করে মিম এর পরিবারের কোন দাবি নেই এই মর্মে মেয়ের পরিবারের কাছে মেয়েকে হস্তান্তর করে।
Leave a Reply