বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষকে ক্ষুধায় রেখে আওয়ামী লীগ ফুর্তি করতে ভালোবাসে।
শনিবার (১লা জুন) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৪ সালেও মানুষকে কলাপাতা চিবিয়ে খেতে দেখেছি৷ ওরা মানুষের হাহাকার ও খাদ্য নিয়ে রসিকতা করে। খবরের কাগজে পড়ছি কোনোরকমে টিকে থাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে। সাবেক সেনাপ্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজীরের কাহিনী আরব্য উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ঝিনাইদহের এমপি আনার দেশের বাইরে গিয়ে খুন হলেন। একজন সোনা চোরাকারবারি কিভাবে এমপি হয়? আবার এমপি হওয়ার তকমা থাকলেও টুকরা টুকরা করে তার মরদেহ খালে ফেলা হয়েছে। কোথায় তার নিরাপত্তা? কিভাবে তার সঙ্গে চোরাকারবারিদের সখ্যতা হয়। শুনছি বেনজীর নাকি দেশ ছেড়ে তার সব টাকা নিয়ে চলে গেছেন। তিনি সরকারি কর্মকর্তা হয়ে লিমিটেড বেতনে কিভাবে ৯০০ বিঘা সম্পত্তি কিনেছেন? তার গল্প আরব্য উপন্যাসকেও পরাজিত করেছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply