1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
পাবনার সুজানগরে ৩শত ষাট হেক্টর জমিতে চিনা বাদামের আবাদ - ইছামতী নিউজ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

পাবনার সুজানগরে ৩শত ষাট হেক্টর জমিতে চিনা বাদামের আবাদ

মাসুদ রানা | আটঘরিয়া প্রতিনিধি | পাবনা
  • Update Time : Monday, 20 June, 2022
  • ৩৫৮ Time View

পাবনার সুজানগরের চরাঞ্চলে এ বছর চীনাবাদামের ভালো ফলন হয়েছে। বর্তমানে হাটবাজারে বাদামের বাজার দর ভালো। এতে খুশি বাদামচাষিরা।

সোমবার(২০শে জুন-২২) সকালে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ভায়না, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের ৩৬০ হেক্টর জমিতে চীনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে জমি থেকে বাদাম উঠানো শুরু হয়েছে।

উপজেলার গোপালপুর গ্রামের বাদামচাষি আলাউদ্দিন বলেন, এ বছর আবহাওয়া বাদাম চাষের অত্যন্ত অনুকূলে ছিল। সেই সঙ্গে এলাকার বাদামচাষিরা উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে বাদামের খেতে সঠিক সময়ে সার-বিষ প্রয়োগ করেন। ফলে উপজেলার সর্বত্র বাদামের ভালো ফলন হয়েছে।

উপজেলার ফকিত্পুর গ্রামের বাদামচাষি কোরবান আলী বলেন, এ বছর প্রতি বিঘা জমি চাষ করতে সব মিলিয়ে খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে বাদাম উৎপাদন হয়েছে সাত-আট মণ। বর্তমানে হাটবাজারে প্রতি মণ বাদাম বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাফিউল ইসলাম বলেন, হাটবাজারে বাদামের দাম ভালো রয়েছে।

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন: www.fb.me/bd.ichamotinews

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *