1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
চিতলমারীতে ভিক্ষা করে চলছে ৪ জনের সংসার, নেই বাসস্থান - ইছামতী নিউজ
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়ায় বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধু তৈলাক্ত ত্বকের যত্নে করনীয় চলতি মাসেই আরেক দফা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প -এর আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম পুলিশদের নিয়ে ‘গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক’ দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় পাবনা আটঘরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু শাকিবকে আমি বিয়ে করবো না -মিষ্টি জান্নাত মুখস্থ শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে -প্রধানমন্ত্র যুব উন্নয়ন অধিদপ্তরের “ঋণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি পালন আটঘরিয়ায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ার মহাস্থানগড় প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনা

চিতলমারীতে ভিক্ষা করে চলছে ৪ জনের সংসার, নেই বাসস্থান

Reporter Name
  • Update Time : Wednesday, 17 February, 2021
  • ৩০৩ Time View

মোঃ মিরাজুল শেখ- বাগেরহাট রিপোর্টার:

বাগেরহাট চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দলুয়াগুনি গ্রামের বাসিন্দা মরহুম উকিল উদ্দিন মোল্লার স্ত্রী মছিরোন বেগম (৬৫) ও তার দুই মেয়ে এবং দুই নাতীকে নিয়ে খুবই কষ্টের সাথে জীবন যাপন করতেছেন৷

নেই একটা ঘর,এই শীতে নেই শীতের পোশাক,নেই লেপ বা কম্বল,নেই আয় করা মানুষ,যেদিকে তাকাই শুধু নেই আর নেই?নিজে শারীরিক অসুস্থ।

তবু মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে চলছে তাদের ৪ জনের জীবন৷ মছিরোন বেগম বয়সের ভারে ঠিক মতো হাটতে পারে না, শরীর তার মধ্যে অসুস্থ৷ তিনি অসুস্থ তবু কিছু করার নেই পেট যে কিছু মানে না৷অসুস্থ শরীর নিয়ে সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে যা পান তাই দিয়ে সংসার চালাতে হয় ৷তাই নিরুপায় হয়ে করেনভিক্ষা৷

তিনি বলেন, আমি অনেক বার চেয়ারম্যান এর কাছে গেছি একটা ঘরের জন্য চেয়ারম্যান বিভিন্ন কথা বলে আমাকে শুধু শান্তনা দিয়ে রাখেন অনেক মানুষ দেখি চাল, ডাল, কম্বল পায় আমাকে দেয়না । এবং মেম্বারের কাছে ও অনেক বার গেছি তার কাছে গেলে বলে তোমারে কত দেবো আরও অনেক লোকজন আছে শুধু এ কথা বলে তাড়িয়ে দেয়।

তিনি বলেন, আমি তিন হাজার টাকা দিতে পারি না এই জন্য চাল পাওয়ার কার্ড পাইনা। আমি চুরি করতে পারবো না তাই ভিক্ষা করে খাই৷

স্থানীয়দের কাছে তার বিষয়ে জানতে চাইলে তারা বলে, বিশেষ করে তার একখানা ঘর নেই বৃষ্টি পরলে বাহিরে পড়ার আগে বিতরে পড়ে তাদের কষ্ট আরও বেড়ে যায়৷তারা বলেন অসহায় পরিবারটি একটা ঘর পেলে কষ্টটা কিছুটা হলেও কমবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *