1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
করোনায় মারা গেছেন শাকিব খানের প্রথম সিনেমার পরিচালক - ইছামতী নিউজ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়ায় সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালিতে বেড়েছে আট টাকা সদরের মথুরা পশ্চিমপাড়া আল মদিনা জমে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ, বাদ হতে পারে নিপুণের আবার হিট অ্যালার্ট জারি দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম পুলিশদের – গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বগুড়ায় বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধু তৈলাক্ত ত্বকের যত্নে করনীয় চলতি মাসেই আরেক দফা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প -এর আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম পুলিশদের নিয়ে ‘গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক’ দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় পাবনা আটঘরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

করোনায় মারা গেছেন শাকিব খানের প্রথম সিনেমার পরিচালক

Reporter Name
  • Update Time : Tuesday, 28 July, 2020
  • ২২২ Time View

করোনায় ঝরে গেছে ঢাকার বিনোদন জগতের আরও একটি প্রাণ। মারা গেছেন চিত্র পরিচালক আফতাব খান টুলু। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। এ খবর নিশ্চিত করেছেন প্রয়াত পরিচালকের ছেলে অভিষেক খান। তিনি জানান, তাঁর বাবা গত বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তাঁর শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। মৃত্যুর সময় তিনি হাসপাতালের কোভিড ইউনিটের আইসিইউতে ছিলেন।

অভিষেক খান জানান, তাঁর বাবার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। মোহাম্মদপুরের শেখেরটেকে থাকেন তাঁরা। আফতাব খানের গ্রামের বাড়ি রাজশাহীর উপশহরে। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে অভিষেক খান জানান।

জ্যেষ্ঠ এ পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আফতাব খান ‘দায়ী কে’ ছবিটি পরিচালনার জন্য সিনেমায় পরিচিতি লাভ করেন। ১৯৮৭ সালের ছবিটি একাধিক শাখায় জাতীয় পুরস্কার লাভ করে। ছবিটির সঙ্গে জড়িত ছিলেন কাজী হায়াৎ। তাঁরই পৃষ্ঠপোষকতায় ছবিটি নির্মিত হয়। আফতাব খান পরিচালিত শেষ ছবি ‘সবাই তো সুখী হতে চায়’। এটি মুক্তি পায় ২০০০ সালে।

চিত্রনায়ক শাকিব খান অভিনীত প্রথম ছবি ‘সবাই তো সুখী হতে চায়’। এ ছবিতেই প্রথম অভিনয় করেন তিনি। কিন্তু প্রথমে মুক্তি পায় ‌‘অনন্ত ভালোবাসা’। ১৯৯৯ সালে মুক্তি পায় ছবিটি। চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তীর একাধিক ছবিতে সহকারী পরিচালক ছিলেন আফতাব খান। শিল্পী চক্রবর্তী জানান, আফতাব খান পরিচালনা ছেড়ে দেওয়ার পর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে বাংলা সিনেমা সরবরাহের ব্যবসা করতেন।

চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা যায়, করোনা সতর্কতার কারণে আফতাব খানের লাশ এফডিসিতে আনা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *