1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে বগুড়ায় কৃষক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ইছামতী নিউজ
সোমবার, ২০ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
আপডেট নিউজ :
বগুড়ায় সাধারণ মানুষের নাগালে লিচু বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক আসামি গ্রেফতার গ্রামীণ ব্যাংক উদয়পুর কালাই শাখায় কেন্দ্রপ্রধান বৈঠক অনুষ্ঠিত বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের উদ্বোধন সুনামগঞ্জের ২৮৫ কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বগুড়ায় সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালিতে বেড়েছে আট টাকা সদরের মথুরা পশ্চিমপাড়া আল মদিনা জমে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ, বাদ হতে পারে নিপুণের আবার হিট অ্যালার্ট জারি দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম পুলিশদের – গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে বগুড়ায় কৃষক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : Sunday, 6 December, 2020
  • ২৬৯ Time View

ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ায় রাতের আধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেরার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক লীগ।
রোববার (৬ডিসেম্বর) বিকেলে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগী বাদশার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ রাগেবুল আহসান রিপু।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল-রাজি জুয়েল, মাফুজুল ইসলাম রুমেল, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, আবু বক্কর সিদ্দিক রাজা, ইকবাল হোসেন, আখতারুজ্জামান তুষার, মাহমুদ খান ডন, কুইন তালুকদার, হেলাল উদ্দিন, বকুল আহম্মেদ, মিজানুর রহমান মিজান, বজলার রহমান বকুল, আব্দুল হাই, পৌর কৃষক লীগের আহবায়ক মাসুদ রানা সরকার, শফিকুল ইসলাম শফিক, আবুল কালাম আজাদ ঠান্ডা, শাহিনুর ইসলাম, আবুল কালাম আজাদ, জাফর ফরাজী, বিথী আক্তার, গোলাম মোস্তফা লিটন, রনিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের কিছু ধর্ম ব্যবসায়ীরা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ধু¤্রজাল সৃষ্টি করেছেন। কিন্তু আজকে সারা বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশে শত শত ভাস্কর্য থাকলেও কখনো তাদেরকে এ বিষয়ে মাথা ঘামাতে দেখা যায়নি। কিন্তু যখনই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তখনই দেশের মধ্যে অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্ঠির পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি এদেরকে সতর্ক করে দিয়ে বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিভ্রান্তি ছাড়াচ্ছেন এবং বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এদের বিষঁদাত উপড়ে ফেলা হবে।
বক্তারা আরো বলেন, মৌলবাদের উস্কানিমুলক বক্তব্যের পর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে। আওয়ামী লীগের সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন আর বসে থাকবে না। এই দৃষ্টটার জন্য সমুচিত জবাব দেওয়া হবে। আর যদি একটি ভাস্কর্যে হাত দেওয়া হয়, তবে আমরাও তাদের প্রতিরোধ করবো। তাই এখনই যদি তাদের বিষদাঁত শক্ত হাতে ভেঙে ফেলা না যায়-তবে একদিন তারা সোনার বাংলাদেশটাকেই ভেঙে তছনছ করে ফেলবে।
ছবি-ক্যাপশন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেরার প্রতিবাদে রোববার বিকেলে বগুড়া জেলা কৃষক লীগের উদ্যোগে শহরের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *