1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ার ৩ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু - ইছামতী নিউজ
বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
চলতি মাসেই আরেক দফা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প -এর আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম পুলিশদের নিয়ে ‘গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক’ দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় পাবনা আটঘরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু শাকিবকে আমি বিয়ে করবো না -মিষ্টি জান্নাত মুখস্থ শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে -প্রধানমন্ত্র যুব উন্নয়ন অধিদপ্তরের “ঋণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি পালন আটঘরিয়ায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ার মহাস্থানগড় প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনা বগুড়া শেরপুর উপজেলায় পালিত হলো, মা দিবস বাংলাদেশ বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত

বগুড়ার ৩ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, 29 June, 2021
  • ৩৫৩ Time View

বগুড়া: বগুড়ায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতলে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ জন। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজন হলেন- বগুড়া সদরের আবু হোসেন (৬৯), লাকি ইসলাম (৬৫) ও ফরিদা আকতার (৪৬), পাবনা জেলার শিউলী খাতুন (৩৬), নওগাঁ জেলার সেলিম উদ্দিন (৭০), রংপুর জেলার মমতাজ বেগম (৭০) ও জয়পুরহাট জেলার রানু খাতুন (৪০)। তাদের মধ্যে আবু হোসেন, লাকি ও ফরিদা- মোহাম্মদ আলী হাসপাতালে, শিউলী, সেলিম ও মমতাজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং রানু টিএমএসএস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, শজিমেক হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীক্ষায় ৮৩ নমুনায় ৩৯ জনের এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ১৪ জনসহ মোট ১৫২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৫১ জন। এছাড়া নতুন সাতজনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৬ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ৭৭৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *