1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সুখী ও কল্যাণময় সমাজ গড়তে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে-লাখিন - ইছামতী নিউজ
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

সুখী ও কল্যাণময় সমাজ গড়তে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে-লাখিন

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Wednesday, 16 March, 2022
  • ৩৩৬ Time View

সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়াল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন বলেছেন, সুখী ও কল্যাণময় সমাজ গড়তে নতুন নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। নারী শুধু নারী নয় তারাও একজন মানুষ। আমরা আজ আনন্দিত এইজন্য যে নারীরা এখন স্বাবলম্বী হয়ে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা থেকে নিজেকে স্বাবলম্বী করার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে। এতে করে নিজ পরিবারের পুরুষদের প্রতি অর্থনৈতিক চাপ কমার পাশাপাশি সমাজে তারা সম্মানিত হচ্ছেন। শুধু তাই নয় পিছিয়ে পড়া নারীরা কুসংস্কার এবং সামাজিক প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার উৎসাহ অনুপ্রেরণা পাবে।

মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) শহরের মফিজ পাগলার মোড় স্থানীয় রোচাস চাইনিজ রেস্টুরেন্টে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের ব্যবসায়কি সফলতায় উৎসাহ প্রদানের লক্ষে সম্মাননা পেলেন তাহমিনা পারভীন শ্যামলীসহ অন্যান্য নারী উদ্যোক্তাগণ। সাইদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রোচাস রেস্টুরেন্টের পরিচালক তাহমিনা পারভিন শ্যামলী।

উপস্থিত ছিলেন সাদিয়া ফারহিন, নূরজাহান, কোহিনুর জেসমিন আক্তার জেমি, রাখি, সাবিনা, কোহিনুর উপদেষ্টা, গ্রুপ এডমিন সাদিয়া ফারহিন।এডমিন জেসমিন আক্তার জেমি, মডারেটর এঞ্জেল রজনা রাখি, শিমু আক্তার, রুনা,মহল,তৌহিদ, সনিল আজম,ছিনথিয়া,শিউলি আক্তার, সহ গ্রুপ মেম্বার গন মারিয়া খানম শীমু, বিপা, মেহজাবিন মেহু, লাভলী খাতুনসহ প্রমূখ। অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন: www.fb.me/bd.ichamotinews

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *