1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু - ইছামতী নিউজ
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

বগুড়ায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Monday, 25 September, 2023
  • ১০১ Time View

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকারিয়া রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের মৃত আয়নাল হকের ছেলে হোমিও চিকিৎসক একরামুল হক বাবলু (৬৮) ও সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি বেগম (৫৫)।

ডা. জাকারিয়া রনি বলেন, ২০ সেপ্টেম্বর বাবলু জ্বর নিয়ে শজিমেক হাসপাতালে আসলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়াও সোনাতলা উপজেলার গৃহবধূ মিনি বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। রোববার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর বগুড়ায় ডেঙ্গুতে আট জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বগুড়া শজিমেকসহ হাসপাতালে ২৫ জনসহ জেলার অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। সোমবার আরও ২৮ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *