1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন মেহেদী হাসান মিরাজ - ইছামতী নিউজ
সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
আপডেট নিউজ :
বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক আসামি গ্রেফতার গ্রামীণ ব্যাংক উদয়পুর কালাই শাখায় কেন্দ্রপ্রধান বৈঠক অনুষ্ঠিত বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের উদ্বোধন সুনামগঞ্জের ২৮৫ কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বগুড়ায় সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালিতে বেড়েছে আট টাকা সদরের মথুরা পশ্চিমপাড়া আল মদিনা জমে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ, বাদ হতে পারে নিপুণের আবার হিট অ্যালার্ট জারি দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম পুলিশদের – গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বগুড়ায় বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধু

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন মেহেদী হাসান মিরাজ

Reporter Name
  • Update Time : Wednesday, 27 January, 2021
  • ৩৭৭ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেই ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা চারে। এর পর থেকে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হলেও এই অফস্পিনিং অলরাউন্ডার জানালেন, এমনটা তিনি কল্পনাও করেননি! তবে নিজের ভালো লাগার অনুভূতি জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি আসলে কল্পনাও করতে পারিনি সেরা চারে থাকবো। দলের সতীর্থরা শুভেচ্ছা জানিয়েছে, তাদের শুভেচ্ছা পেয়ে দারুণ খুশি।করোনাকাল শেষে মিরাজ প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে তেমন কিছু করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই প্রস্তুতিটা ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করেছেন। সেই পরিশ্রমেরই ফল পেয়েছেন অবশেষে, ‘চেষ্টা করেছি ওয়ানডে খেলতে হলে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে সেসব নিয়ে। বোলিংয়ে ইকোনমি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজন মতো কীভাবে ব্রেক থ্রু এনে দেওয়া যায়। এসব বিষয় নিয়ে আমি চেষ্টা করেছি।মিরাজের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানেরও। বাঁহাতি এই পেসার ১১ ধাপ এগিয়ে ঢুকে গেছেন শীর্ষ দশে। এখন তার অবস্থান আট নম্বরে। ছোটবেলা থেকে একসঙ্গে ক্রিকেট খেলা সতীর্থ মোস্তাফিজের পারফরম্যান্সেও দারুণ তৃপ্ত মিরাজ, ‘শেষ অনেক দিন মোস্তাফিজ সেরা ছন্দে ছিল না। কিন্তু এই সিরিজে অনেক ভালো বল করেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই খুশি ওর পারফরম্যান্সে। আমরা চাই মোস্তাফিজ আরও ভালো করুক এবং বাংলাদেশকে অনেক জয় এনে দিক। মোস্তাফিজ আমার খুব কাছের বন্ধু, আমরা ছোট বেলা থেকেই একসঙ্গে ক্রিকেট খেলেছি, অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮, ১৯ সবই খেলেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *