1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
উই থেকে আমার জীবনের স্বপ্ন-সাজিয়া আফরিন তন্দ্রা - ইছামতী নিউজ
রবিবার, ১২ মে ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

উই থেকে আমার জীবনের স্বপ্ন-সাজিয়া আফরিন তন্দ্রা

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Friday, 25 March, 2022
  • ৩৬৭ Time View

আমি সাজিয়া আফরিন তন্দ্রা।

আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ি। তিন সন্তানের মধ্যে আব্বু আমাকে পড়াশোনার দিক দিয়ে বেশি দূর্বল মনে করতেন।
যাহা কথা তাহা অনুযায়ীই আমি আব্বুর শখ মেটাতে সাহিত্যকে ভালবেসে আড়ষ্ট করে নিই। প্রথমে ভয় কাজ করলেও পরবর্তীতে উপন্যাস, গল্প, কবিতাগুলোর ভেতর নিজেকে নিয়ে ডুবে যেতাম।

যথারীতি পড়াশোনা শেষ করে আবারও আব্বু-আম্মুর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শিক্ষকতা পেশাকে মহৎ পেশা হিসেবে মূল্যায়ন করে একটা স্কুলে জয়েন করি। দীর্ঘ ২ বছর চাকুরী করে জমজ সন্তানের মা হতে যাচ্ছিলাম তার দরুন চাকুরীটা ছাড়তে বাধ্য হই।

নিজের পরিচয়ে পরিচিত হবার লক্ষ্যে সন্তানদের বয়স যখন তিন তখন আবারও বাংলাদেশের একটা টপ ইংলিশ মিডিয়াম স্কুল ইন্টারন্যাশনাল তার্কিশ হোপ স্কুল বগুড়া ব্রাঞ্চে জয়েন করি। বিধিবাম ২ বছর পর আবারও ঘরমুখো হই।

কিন্তু মনের তৃষ্ণাতে কোথায় যেন ফাকা থেকে যায়। এর মাঝে ২০১৬ সালে একটা পেজ খুলে অনলাইন বিজনেসও শুরু করি।

এতো গল্প বলবার কারন আমি কখনও হতাশ হইনি। ধৈর্য্য রেখেছি আল্লাহ তার ফল দিয়েছেন। এখনো আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে আমার জীবনের পরিবর্তন এক নিমিষেই ঘটে দিতে পারেন।

আমি বরাবরই একজন অপটিমিষ্টিক একজন মানুষ। তাই কখনোই আমি ধৈর্যচ্যুত হইনি।
আলহামদুলিল্লাহ। ভাল দিনের অপেক্ষায় সবসময় আশাবাদী হয়েই জীবন চালিয়ে নিতে আনন্দবোধ করি। আর এই আশার আলোতে উজ্জ্বল স্বপ্ন দেখে এগিয়ে যাবার সাহস পেয়ে যাচ্ছি উইয়ের হাত ধরে। এই সাহস যেন দূর্বার এক পথচলার সাহস।

|| ঔনার অফ পীরান ||

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন: www.fb.me/bd.ichamotinews

Please Share This Post in Your Social Media

More News Of This Category

One response to “উই থেকে আমার জীবনের স্বপ্ন-সাজিয়া আফরিন তন্দ্রা”

  1. অভিনন্দন আপু।তোমার সাফল্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *