1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সফলতার এক নারীর গল্প-রওনক নিপা - ইছামতী নিউজ
শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

সফলতার এক নারীর গল্প-রওনক নিপা

নিউজ ডেস্ক | ইছামতী নিউজ
  • Update Time : Thursday, 10 March, 2022
  • ৩২৪ Time View

আমি রওনক নিপা জনসূত্রে শুধু বললে ভুল হবে, একুল অকুল মিলিয়ে আমার সবকিছুই বগুড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত | বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুল এর পর্ব শেষ করে বগুড়া ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পড়াশুনা কমপ্লিট করে পাড়ি জমিয়েছিলাম ঢাকায় |শ্বশুরবাড়ি বগুড়াতে হলেও হাসব্যান্ড এর কর্মসূত্রে ঢাকায় থাকি লম্বা সময় হলো | পড়াশুনার পাশাপাশি স্কুল এর শিক্ষকতা, কাস্টমার কেয়ার এবং টেলি-সেলস এও কাজ করার সৌভাগ্য হয়েছে | কিন্তু সন্তান লালন পালনের দায়িত্বের কাছে বাকি দায়িত্ব ক্ষান্ত দিতে হয় |

তারপর একটা সময় গিয়ে একটু গুছিয়ে নিয়ে আবারো যখন শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলাম ঠিক তখনই করোনার কারণে আমি এবং আমার হাসব্যান্ড দুইজনেরই নিজেদের কর্মক্ষেত্রে আবারো বাধা পরে যায় | কিন্তু সন্তানের পড়াশুনা বা অন্যান্য কোন কিছুই থেমে ছিলোনা | সেই সময় আবারো দুইজন মিলে কিছু একটা করার চেষ্টা করি যেইটা আমি ঘর থেকেই পরিচালনা করতে পারবো | সেই ভাবনা থেকেই অনলাইন বিজনেস এর ব্যাপারটা মাথায় আসে এবং সেই সূত্র ধরেই গত বছর জুলাই এর 9 তারিখ থেকে আমাদের অনলাইন বিজনেস এর যাত্রা শুরু হয় | নিজেদের পেজ এর নাম দেই “হাটুরে” সাথে ছোট্ট একটা ট্যাগ লাইন দিয়ে দেই “A market man”…এখনকার ডিজিটাল যুগে “হোম ডেলিভারি” বা আরেকটু আগের সময়ে যেমন ফেরি করে পণ্য বিক্রি করা হতো, অনেকটা সেই ব্যাপারকে মাথায় রেখেই নামটা রাখা |

যেহেতু আমরা দুইজনই বগুড়ার মানুষ তাই নিজেদের উদ্যোগের শুরুটা করি বগুড়ার দই নিয়েই | তার পাশাপাশি নিজেদের প্রয়োজনীয় মসলা যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো সম্পূর্ণ নিজের হাতে বাসায় প্রক্রিয়াধীন করে গুঁড়া করি | আস্তে আস্তে যুক্ত করি বগুড়ার গাওয়া ঘি, ক্ষীরসা, নিজেরা প্রসেস করা সরিষার তেল, সিলেট এর তিন রকমের চা-পাতা, কয়েক ধরনের অর্গানিক শুঁটকি | প্রতিটা পণ্য সংগ্রহ থেকে প্রসেসিং, প্যাকেজিং সবকিছু নিজের হাতেই করি | আর চেষ্টা করে যাচ্ছি ভেজালের ভীড়ে মানটাকে ধরে রাখতে | কারন আমি বিশ্বাস করি এই “মান” টুকুই আমার স্বকীয়তা যা আমাকে অন্য আরও ১০ জনের থেকে আলাদা ভাবে মানুষের মনে জায়গা করে দিবে ইনশা আল্লাহ।

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন: www.fb.me/bd.ichamotinews

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *