1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সভাপতি গণেশ, সাধারণ সম্পাদক সাঈদ - ইছামতী নিউজ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গণেশ, সাধারণ সম্পাদক সাঈদ

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Saturday, 9 March, 2024
  • ৫০ Time View

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে গণেশ দাস (আজকের পত্রিকা) এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ (দীপ্ত টেলিভিশন) নির্বাচিত হয়েছেন। সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মৌসুমী আক্তার (দৈনিক মহাস্থান)।

শনিবার (৯ মার্চ) বগুড়া প্রেসক্লাব চত্বর কার্যালয়ে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ৩ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর বেলা সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউর ইসলাম সাদী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে আব্দুস ছাত্তার (সাপ্তাহিক দিনক্ষণ), সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াদুদ (দৈনিক আমাদের অর্থনীতি),দপ্তর সম্পাদক পদে শামীম আহম্মেদ (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য পদে প্রতীক ওমর (দৈনিক মানবজমিন) ও মাহফুজ মন্ডল (দি বিজনেস পোষ্ট)।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, সংগঠনের ৯ টি পদের মধ্যে ৬ টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। বাকি ৩ টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ (দীপ্ত টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম (দৈনিক উত্তর কোণ), ও কোষাধ্যক্ষ পদে ফেরদৌসুর রহমান (দি নিউ নেশন)। সংগঠনটির ১০৫ জন সদস্যর মধ্যে ৯৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউর ইসলাম সাদী জানান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সফল ভাবে প্রাপ্ত ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *